শীঘ্রই দূর হতে চলেছে কালচিনির লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে জলসংকট। হাসপাতালে পরিদর্শনে এসে এমনই দাবি করলেন জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব। এর আগে গত ২৭ নভেম্বর, হাসপাতালে পরিদর্শনে এসেছিলেন সভাধিপতি।সেই সময় তাকে সামনে পেয়ে দীর্ঘদিন ধরে হাসপাতালে চলা জলসংকট, হাসপাতাল চত্বরে বন্ধ হয়ে থাকা শৌচালয়ের অভিযোগ জানান রোগী ও রোগীর পরিবারের সদস্যরা।এরপরই অভিযোগ পাওয়ার এক সপ্তাহের মাথায় এদিন জনস্বাস্থ্য কারিগরি দফতরের বাস্তুকার নিয়ে সেই সমস্যা সমাধানে হাসপাতালে আসে।