ঘাটাল: টোটো গাড়ির ফ্রি রেজিস্ট্রেশন করতে হবে সহ একাধিক দাবি তুলে ঘাটালে মিছিল করে দফাই দফাই পথ অবরোধ টোটো চালকদের।
টোটো গাড়ির রেজিস্ট্রেশন ফি কমাতে হবে, তিন বছর অন্তর টোটো গাড়ির ফিটনেসের ব্যবস্থা করতে হবে সহ একাধিক দাবি তুলে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে মিছিল করে দফাই দফাই রাজ্য সড়ক অবরোধ টোটো চালকদের। ঘাটালের ৩ নম্বর চাতাল থেকে মিছিল করে সেন্ট্রাল বাস স্ট্যান্ড এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে পুনরায় ঘাটাল হাসপাতাল মোড় পর্যন্ত মিছিল টোটো চালকদের।