ধূপগুড়ি: পাঁচ দফা দাবিতে ধুপগুড়িতে সিডিপিওকে ডেপুটেশন দিল অঙ্গনওয়াড়ি কর্মীরা
পাঁচ দফা দাবিতে সিডিপিওকে ডেপুটেশন দিল অঙ্গনওয়াড়ি কর্মীরা।CITU পরিচালিত আইসিডিএস কর্মী সমিতির পক্ষ থেকে ধূপগুড়ির সিডিপিওকে ডেপুটেশন দেওয়া হল। শুক্রবার বিকেলে ধূপগুড়ি ডাকবাংলো চত্বরে জমায়েত করে অঙ্গনওয়াড়ি কর্মীরা। এরপর মিছিল করে মিল পাড়ার আইসিডিএস অফিসে গিয়ে সিডিপিওকে ডেপুটেশন দেয় তারা। অঙ্গনওয়াড়ি কর্মীদের অভিযোগ, নিজেদের মোবাইল দিয়ে কাজ করতে হচ্ছে। কেন্দ্রীয় সরকার টাকা দিলেও তারা মোবাইলরের টাকাপাচ্ছে না।