ক্যানিং ১: ক্যানিং এর রাস্তার পাশ থেকে অজ্ঞাত পরিচয় অসুস্থ এক মহিলাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করলেন সিভিকরা
ক্যানিংয়ে রাস্তার পাশে অসুস্থ হয়ে পড়ে থাকা এক অজ্ঞাত পরিচয় মহিলাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করলেন সিভিক ভলান্টিয়াররা। শনিবার দুপুরে রাস্তায় ট্রাফিকের ডিউটি করার সময় ক্যানিং ট্রাফিক গার্ডের কয়েকজন সিভিক ভলান্টিয়ার দেখতে পান শীর্ণকায় এক মহিলা রাস্তার পাশে শ্বাসকষ্টে ভুগছেন। ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন তাঁরা।