খড়গপুর ১: রেলের দূরপাল্লার ট্রেন গুলিতে পরিচ্ছন্নতায় বাড়তি তৎপরতা! নতুন অন বোর্ড হাউসকিপিং সার্ভিস খড়্গপুরে
রেলওয়ের দূরপাল্লার ট্রেন গুলিতে পরিচ্ছন্নতায় আরো বাড়তি তৎপরতা দেখাতে অন বোর্ড হাউসকিপিং সার্ভিস এ নতুন নিযুক্তি। রেলওয়ে আধিকারিকরা সোমবার সন্ধ্যায় খড়্গপুরে জানিয়েছেন-অনেক বেশি যুবক কর্মী নিয়োগ করা হয়েছে। দূরপাল্লার ট্রেনগুলি আরো বেশি পরিচ্ছন্ন ও ঝকঝকে হবে যাত্রীদের কাছে। স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসেবেই এই উদ্যোগ খড়গপুর ডিভিশনে।