চাপড়া: প্রতারণার শিকার হওয়া আবেদনকারীর খোয়া যাওয়া টাকা তদন্ত করে ফেরত দিতে সমর্থ্য হলো চাপড়া থানার পুলিশ
Chapra, Nadia | Nov 19, 2025 ঘটনার সূত্রপাত গত ইংরেজি ১২/১১/২০২৫ তারিখে। চাপড়া থানার অন্তর্গত নবীননগরের এক ব্যক্তি নাম ষষ্ঠী বিশ্বাস তিনি তার সন্তানের চাকরির জন্য অপরিচিত ব্যক্তিকে তিন লক্ষ 25 হাজার টাকা দেন। কিন্তু কিছুদিন পর উনি দেখেন যে যাকে টাকা দিয়েছেন তার মোবাইল বন্ধ। এরপর তিনি চাপরা থানাতে যোগাযোগ করে এবং এনসিআরপিতে অভিযোগ জানান। চাপড়া থানার পুলিশ এবং সাইবার সেল তদন্ত নেমে ওই ব্যক্তির খোয়া যাওয়া ৩ লক্ষ ২৫ হাজার টাকা উদ্ধার করে তার হাতে তুলে দেন।