মেদিনীপুর: মেদিনীপুর পৌর এলাকায় প্রপার্টি ট্যাক্স বকেয়া পড়ে রয়েছে সাড়ে চার কোটি! বাড়িতে বাড়িতে পৌর প্রধান ও আধিকারিকরা
মেদিনীপুর পৌর এলাকায় প্রপার্টি ট্যাক্স বাকি রয়েছে বিভিন্ন বাসিন্দাদের মধ্যে প্রায় সাড়ে চার কোটি টাকা। পৌরসভার হিসেব তালিকা নিয়ে সেই সমস্ত প্রোপার্টির মালিকদের বাড়িতে হাজির হলেন পৌর প্রধান সৌমেন খানসহ পৌর আধিকারিকেরা। সুদ মুকুব করে বাকি রাখা সেই ট্যাক্স মিটিয়ে দেওয়ার আবেদন করলেন বাড়িতে বাড়িতে ঘুরে।