রায়গঞ্জ: রায়গঞ্জের প্রাক্তণ বিডিওর বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ দায়ের হল বিজেপি নেতার রায়গঞ্জ থানায়
রায়গঞ্জের প্রাক্তণ বিডিওর বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ দায়ের হল রায়গঞ্জ থানায়। বুধবার রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির বিজেপি নেতা মলয় সরকার ইমেইল করে রায়গঞ্জ থানায় অভিযোগ জানান। তাঁর অভিযোগ, প্রাক্তণ বিডিও শ্যারন তামাং রায়গঞ্জ ব্লকের দায়িত্বে থাকাকালীন ১ কোটি ৬৯ লক্ষ্য টাকা ব্যায় করেছেন। যার বিল হয়েছে। যে খরচে অস্বচ্ছতা আছে। তাই এদিন এই অভিযোগ জানানো হল। এর আগে নতুন বিডিও কাছে এ ব্যাপারে অভিযোগ জানানো হয়। এদিন থানাতেও সেই একই অভিযোগ করা হল।