রাজনগর: দেড়শো বছরের আকালমেঘ শ্মশান কালীপূজোয় ভক্তদের ঢল! ঐতিহ্যে সাজল রাজনগর
ঐতিহ্য আর ভক্তির আবহে রাজনগরে প্রায় দেড়শো বছরের প্রাচীন আকালমেঘ শ্মশান কালী পুজোয় মাতলেন এলাকার ভক্তরা। এই পূজার সূচনা হয়েছিল প্রায় দেড়শো বছর আগে। রাজনগরের আবাদ নগর গ্রামের ঘোষ পরিবারের শশধর ঘোষ বাঁশবুনি বরসাল সংলগ্ন আকালমেঘ নামক স্থানে এই শ্মশান কালীপূজার প্রতিষ্ঠা করেন। সেই সময় থেকেই ঘোষ পরিবারের তত্ত্বাবধানে এবং এলাকার ভক্তবৃন্দের ঐকান্তিক সহযোগিতায় মহা ধুমধামের সাথে এই পূজা অনুষ্ঠিত হয়ে আসছে।