রায়গঞ্জ: শিলিগুড়ি মোড়ে নতুন পৌর বাসস্ট্যান্ড নির্মাণে জোরকদম,পরিদর্শন করলেন বিধায়ক ফেব্রুয়ারিতেই কাজ শেষের আশ্বাস বিধায়কের
পূর্ব ঘোষণা অনুযায়ী শিলিগুড়ি মোড়ের নতুন পৌর বাসস্ট্যান্ডের কাজ পুরোদমে শুরু হয়েছে। শনিবার দুপুরে পরিদর্শনে এসে বিধায়ক কৃষ্ণ কল্যাণী কর্মীদের সঙ্গে কথা বলেন এবং জানান, আগামী ফেব্রুয়ারিতেই নির্মাণকাজ সম্পূর্ণ হবে। প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর, সুডা ও বিধায়ক তহবিলের অর্থে এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। নতুন বাসস্ট্যান্ড চালু হলে রায়গঞ্জের দীর্ঘদিনের যানজট সমস্যা অনেকটাই মিটবে বলে আশাবাদী তিনি।