ইলামবাজার: SIR এর নামে বিজেপির ঘৃন্য চক্রান্তের প্রতিবাদে মহামিছিল ইলামবাজারে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার উপস্থিতিতে অনুষ্ঠিত হয়
SIR এর নামে বিজেপির ঘৃন্য চক্রান্তের প্রতিবাদে মতুয়া ও নমঃশুদ্ধ সম্প্রদায়ের মানুষজনেরা আজ ইলামবাজারে মহান মিছিল করে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার উপস্থিতিতে বিকাল ৫ টায়।মিছিলটি ইলামবাজার লাইব্রেরী মাঠ থেকে শুরু হয় গোটা বাজার পরিক্রমা করে এসে তিন মাথার মোড়ে শেষ হয় এবং SIR নিয়ে বিভিন্ন বক্তব্য সাধারণ মানুষদের সামনে তুলে ধরা হয় দলীয় কর্মকর্তাদের পক্ষ থেকে।