আলিপুরদুয়ার ১: ২০তম ডুয়ার্স উৎসবে দেখা যাবে পুরুলিয়ার ছৌ নৃত্যু,মালদার গম্ভীরাও;জেলা পরিষদ অফিসে হলো কমিটির বৈঠক
এবছর ডুয়ার্স উৎসবে দেখা যাবে পুরুলিয়ার ছৌ নৃত্যু,মালদার গম্ভীরা।মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ এমনটাই জানালেন উৎসব কমিটির সাধারণ সম্পাদক সৌরভ চক্রবর্তী।ইতিমধ্যেই এই নিয়ে আলোচনা শুরু হয়েছে। এবার প্রথম ডুয়ার্স উৎসবের বৈঠক হলো জেলা পরিষদ অফিসে।মঙ্গলবার উৎসবের একজিকিউটিভ কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করা হয় সেখানে।বৈঠকে সভাপতিত্ব করেন জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব।এছাড়াও বৈঠকে ছিলেন জেলা পরিষদের মেন্টর মৃদুল গোস্বামী,সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে।