মাদারিহাট: সোমবার রাতে রামঝোরা চা বাগানে হাতির হানায় মহিলার মৃত্যু ঘিরে মঙ্গলবার ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা
সোমবার রাতে বীরপাড়া থানার রামঝোরা চা বাগানে হাতির হানায় মৃত্যু হয় পিংকি ঝা নামে এক মহিলার। স্বামীর বাড়ি আমবাড়ি থেকে বাপের বাড়ি রামঝোরা চা বাগানের বাবুবাসা লাইনে অসুস্থ মাকে দেখতে গিয়েছিলেন তিনি। একটি দলছুট হাতি তাঁকে শুঁড়ে পেঁচিয়ে ছিঁড়ে দু'টুকরো করে ফেলে। ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে যায় বীরপাড়া থানার পুলিশ। মঙ্গলবার সকাল নয়টা পর্যন্ত মৃতের বাড়িতে যাননি বনকর্মীরা। এনিয়ে বনদপ্তরের ভূমিকায় প্রশ্ন তোলেন স্থানীয়রা। সো