ইসলামপুর: বরিষ্ঠ নাগরিকদের জন্য বিনামূল্যে সাহায্য ও সহায়ক যন্ত্র বিতরন উপস্থিত ছিলেন রায়গঞ্জের MP
ভারত সরকার সহায়তা ও সহায়ক যন্ত্রের মাধ্যমে বরিষ্ঠ নাগরিক ক্ষমতায়ন দেশের বিভিন্ন স্থানে ভারত সরকারের আরভিওয়াই স্কিম এবং এডিআইপি স্কিম এর আওতায় বরিষ্ঠ নাগরিকদের জন্য বিনামূল্যে সাহায্য ও সহায়ক যন্ত্র বিতরন অনুষ্ঠিত হল ইসলামপুর কৃষক বাজারে। রবিবার দুপুরে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ কার্তিক চন্দ্র পা,ইসলামপুর শহর নগর মন্ডলের সভাপতি চিত্রজীৎ রায়,জেলা বিজেপির সহ সভাপতি সুরজিত সেন সহ অনান্যরা।বিজেপি সূত্রে জানাগিয়েছে ইসলামপুর, গোয়ালপোখর ও চাকুলিয়া বিধান সভায়