কালচিনি: দিল্লি বিস্ফোরণের পর হাসিমারা বায়ুসেনা ছাউনি নিকট হাসিমারা রেল স্টেশনে আরপিএফ তরফে চলছে কড়া তল্লাশি
দিল্লি বিস্ফোরণের পর নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে আলিপুরদুয়ার জেলার সকল রেল স্টেশন চত্বরকে। মঙ্গলবার সকাল এগারোটা থেকে হাসিমারা বায়ুসেনা ছাউনি নিকট হাসিমারা রেল স্টেশনে আরপিএফ তরফে চলছে কড়া তল্লাশি। দিল্লিগামী ট্রেন সহ অন্যান্য ট্রেনে চলছে এই তল্লাশি।পাশাপাশি, স্টেশনে আসা যাত্রী ও স্টেশনে বাইরে আসা সাধারণ মানুষদেরও তল্লাশি করা হচ্ছে।এছাড়া দিল্লিগামী যাত্রীদের সচেতনও করেছেন আরপিএফ আধিকারিকরা।