লাভপুর: তৃণমূলের ছত্রছায়ায় থেকে কিছু জন বিজেপি করছে! লাভপুরে সভা থেকে হুঁশিয়ারি বিধায়কের
Labpur, Birbhum | Nov 22, 2025 বিধানসভা নির্বাচন কে সামনে রেখে ও SIR নিয়ে লাভপুরে জামনা অঞ্চলে শনিবার বিকেলে ছিলো তৃণমূল কংগ্রেসের জনসভা।ওই সভায় এদিন হাজির হয়েছিলেন, সাংসদ অসিত মাল, বিধায়ক অভিজিৎ সিংহ, লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ চক্রবর্তী সহ অন্যান্যরা।এদিন ওই সভা মঞ্চ থেকে বিধায়ক অভিজিৎ সিংহ বক্তব্য রাখতে গিয়ে বলেন, সারা বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে জোড়া ফুল করছে কিন্তু ভোট এলেই কিছু জন ভোটের সময় পদ্মফুল করছে।তিনি সাংবাদিকদের প্রশ্নের।