চোপড়া: শ্বাশুড়িকে মা বানিয়ে ভোটার তালিকায় জামাইয়ের নাম তোলার খবর প্রচারিত হতেই বিধবা অঞ্জলি দেবীর ওপর শারীরিকভাবে অত্যাচার
শ্বাশুড়িকে মা বানিয়ে ভোটার তালিকায় জামাইয়ের নাম তোলার খবর প্রচারিত হতেই বিধবা অঞ্জলি দেবীর ওপর শারীরিকভাবে চড়াও হওয়ার অভিযোগ উঠল তাঁর জামাই অমৃত বিশ্বাসের বিরুদ্ধে। অভিযোগ, সাংবাদিকরা চলে যেতেই অঞ্জলিকে মারধর ও হুমকি দেয় অমৃত। খবর পেয়ে ছুটে আসেন অন্যান্য জামাইরা। শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৬ টা নাগাদ ছোট জামাই সুশান্ত সরকার বলেন, “শ্বাশুড়ির ওপর চড়াও হয়েছে, আমরা কঠোর শাস্তি চাই।” অঞ্জলি দেবী জানান, নিজের দেওয়া জমিতে থেকেই তাঁকে ভয় দেখাচ্ছে অমৃত, ব্যাংক ঋণ শ