চাঁচল ২: মায়াপুরে এআইএমআইএম-এর দলীয় কার্যালয়ের উদ্বোধন, তৃণমূল ছাড়লেন ৩০ কর্মী
মালদহের চাঁচল থানার অন্তর্গত মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের মায়াপুরে অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলেমিন(এআইএমআইএম) পার্টির দলীয় কার্যালয়ের উদ্ধোধন হল। বুধবার সন্ধ্যা ছটা নাগাদ সেই উপলক্ষ্যে কর্মীসভাও হয়। সেখানে ৩০ জন তৃণমূল ছেড়ে তাদের দলে যোগ দিয়েছেন। উপস্থিত ছিলেন দলের উত্তর মালদহের সহসভাপতি মোহাম্মদ কাবির সহ অন্যান্যরা। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে সংখ্যালঘুদের জন্য উন্নয়নের নামে ভাওতাবাজি করেছে। বঞ্চনা ছাড়া কিছুই মেলেনি।