রানিবাঁধ: মুকুটমণিপুরে পর্যটনে নতুন দিগন্ত, উদ্বোধন হলো মনোরম হিলটপ পার্ক
রানীবাঁধ বিধানসভার মুকুটমণিপুরে MDA–র তত্ত্বাবধানে নির্মিত মনোরম হিলটপ পার্কের শুভ উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী ও বিধায়ক জ্যোৎস্না মান্ডি। উপস্থিত ছিলেন মহকুমা শাসক শুভম মোর্যসহ MDA-র সদস্য ও বিশিষ্টজনেরা। মন্ত্রী জানান, এই পার্ক স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করবে এবং পর্যটকদের জন্য নতুন বিনোদন কেন্দ্র হিসেবে জায়গা করে নেবে। মুকুটমণিপুরের সার্বিক উন্নয়নে পর্ষদের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদী।