জয়নগর ২: বাংলায় একটিও বৈধ ভোটার SIR এ বাদ যাবে না এমনি উক্তি তৃণমূল নেতার
একটিও বৈধ ভোটার SIRএ বাদ পড়বে না। এমনই উক্তি করলেন তৃণমূল কংগ্রেসের জয়নগর ২ নম্বর ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি শিক্ষক শাহাবুদ্দিন শেখ। তিনি আজ রাতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানালেন তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সমস্ত ভোটারের সহযোগিতা করছে।