মাদারিহাট: বীরপাড়ার ইউরোপিয়ান ক্লাবের মাঠের ঝোপ থেকে রবিবার কঙ্কাল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল
আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার ইউরোপিয়ান ক্লাবের মাঠের পাশে রয়েছে প্রচুর ঝোপঝাড়। ঝোপ থেকে রবিবার একটি নরকঙ্কাল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, এটি কোনও মহিলার কঙ্কাল। তবে কিভাবে ওই মহিলার মৃত্যু হয়েছে, কিংবা দেহটি সেখানে পৌঁছাল কি করে তা নিয়ে অন্ধকারে পুলিশ। বীরপাড়া থানা সূত্রের খবর, এনিয়ে তদন্ত শুরু করা হয়েছে। বীরপাড়া থানার ওসি নয়ন দাস বলেন, অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করানো হচ্ছে। বীরপাড়ার ইউরোপিয়ান ক্লাবের মাঠ