মেমারি ২: বিজুরে, তৃণমূলের পার্টি অফিসে ঢুকে এক ব্যক্তিকে মারধরের অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি। বুধবার দুপুর দুটোই আদালতে পেশ
বিজুরে, তৃণমূলের পার্টি অফিসে ঢুকে এক ব্যক্তিকে মারধরের অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি।ঘটনাটি ঘটে গত ২২ তারিখের রাতে, পুলিশ সূত্রে জানা যায় ধৃতের নাম হিরন মালাকার, বয়স ৩২ বছর, বাড়ি মেমারি থানার বিজুর এলাকায়, পুলিশ সূত্রে জানা যায়,স্বপন কুমার গোস্বামী নামের এক ব্যক্তি, গত ২২ তারিখ রাতে, বিজুর তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে শুয়ে ছিলেন, এমন সময় অভিযুক্ত ব্যক্তি মারধর করে, পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে বুধবার দুপুরে বর্ধমান আদালতে পেশ করে।