খানাকুল ১: তৃণমূলের ধর্ণা অবস্থানের পরে রাজা রামমোহন রায়ের জন্মভিটা গঙ্গাজল ছড়িয়ে পবিত্র করলো বিজেপি
তৃণমূলের ধর্ণার পর রামমোহন রায়ের জন্মভিটা গঙ্গাজল ছড়িয়ে পবিত্র করল বিজেপি।জানা যায়,মধ্যপ্রদেশের উচ্চ শিক্ষামন্ত্রী সম্প্রতি রাজা রামমোহন রায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন।প্রতিবাদে বুধবার খানাকুলে রামমোহন রায়ে জন্মভিটায় তার মূর্তির পদদেশে ধর্ণা ও অবস্থান বিক্ষোভে বসে তৃণমূল।বিজেপির অভিযোগ,সেখানে বসে রামমোহন রায়ের পবিত্র মাটিকে অপবিত্র করেছে তৃণমূল।তাই এদিন খানাকুলের বিধায়ক ও পুরশুড়া বিধায়ক সহ বিজেপি নেতা কর্মীরা গঙ্গাজল ছড়িয়ে পবিত্র করলেন বলে দাবি তাঁদের।