জলপাইগুড়ি: জলপাইগুড়িতে BLO র সই করে SIR র ফর্ম তুলছে নাবালক ছেলে, আটক করে বিক্ষোভ
জলপাইগুড়ি সদর ব্লকের গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের খানসাহেব পাড়ায় বিএলও–র সই জালিয়াতিকে কেন্দ্র করে ব্যাপক আলোড়ন ছড়াল। অভিযোগ, ১৭/১৮০ নম্বর বুথে দায়িত্বপ্রাপ্ত এক মহিলা বিএলও অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই সুযোগে তাঁর নাবালক ছেলে বাড়ি বাড়ি গিয়ে এসআইআর ইনিউমারেশন ফর্ম সংগ্রহের কাজ শুরু করে। শুধু তাই নয়, ফর্ম রিসিভ করার সময় সে নিজের মায়ের নাম জাল করে বিএলও–র সই করে দিচ্ছে বলেও অভিযোগ উঠেছে। এনিয়ে এলাকার বাসিন্দাদের ক্ষোভ তুঙ্গে ওঠ