ফরিদপুর দুর্গাপুর: দুর্গাপুরে প্রথমবার ‘লুক অ্যান্ড লার্ন’ সেমিনার, আসছেন খ্যাতনামা মেকআপ আর্টিস্ট, দুর্গাপুর প্রেসক্লাবে হলো সাংবাদিক বৈঠক
দুর্গাপুরে প্রথমবার ‘লুক অ্যান্ড লার্ন’ সেমিনার, আসছেন খ্যাতনামা মেকআপ আর্টিস্ট অনুরাগ আর্যবর্ধন।দেশের শীর্ষস্থানীয় মেকআপ একাডেমিগুলির মধ্যে অন্যতম অনুরাগ মেকআপ মন্ত্র একাডেমি-র প্রতিষ্ঠাতা ও খ্যাতনামা মেকআপ শিল্পী অনুরাগ আর্যবর্ধন প্রথমবার আসছেন দুর্গাপুরে। আগামী ১৫ মার্চ ২০২৬, শহরের সৃজনী প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হতে চলেছে একদিনব্যাপী বিশেষ ইভেন্ট ‘লুক অ্যান্ড লার্ন’ সেমিনার।এই সেমিনারে মেকআপের মৌলিক থেকে উন্নত কৌশল—সবকিছুই অংশগ্রহণকারীরা সরাসরি শিখতে পারব