নানুর: সারা ভারত খেতমজুর ইউনিয়নের তরফে নানুরে ব্লকে বিভিন্ন দাবি নিয়ে দেওয়া হয় স্মারকলিপি
Nanoor, Birbhum | Nov 24, 2025 সারা ভারত খেতমজুর ও গ্ৰামীণ শ্রমজীবি ইউনিয়নের নানুর ব্লক কমিটির পক্ষ থেকে তিন দফা দাবি নিয়ে সোমবার নানুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের হাতে তুলে দেওয়া হয় একটি স্মারকলিপি।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সারা ভারত খেতমজুর ও গ্ৰামীণ শ্রমজীবি ইউনিয়নের বীরভূম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য আসগর আলি, সারা ভারত কৃষক সভার বীরভূম জেলা কমিটির সদস্য উজ্জ্বল মাঝি, খেতমজুর ইউনিয়নের ব্লক কমিটির সদস্য সীতারাম হাজরা প্রমুখ।মূলত এদিন রেগা শ্রমিকদের জব কার্ডের সঙ্গে।