রাইপুর: হাত দিয়ে টানাটানি করলেই উঠে আসছে পিচ। লেদরা মোড় থেকে RBM পর্যন্ত এমনই রাস্তার মান নিয়ে ক্ষোভ স্থানীয়দের।
Raipur, Bankura | Apr 18, 2024 হাত দিয়ে টানাটানি করলেই উঠে আসছে পিচ। রাস্তার মান নিয়ে প্রতিই নানা অভিযোগ উঠেছে। বাঁকুড়ার রাইপুর ব্লকের লেদরা মোড় থেকে রাইপুর ব্লকের মহাবিদ্যালয় পর্যন্ত কয়েক কিলোমিটার এই রাস্তা তৈরি হয়েছে পথশ্রী প্রকল্পের অধীনে। কিন্তু এই নতুন রাস্তা,নিম্নমানের তৈরি করা হয়েছে এবং যেখানে হাতে করে টানলে উঠে আসছে পিচের চাঙর । নামেই পিচের রাস্তা, আদতে কাঁচা রাস্তার উপর আলগা পিচের আস্তরণ। বাঁকুড়ার রাইপুর ব্লকের রাইপুর মহাবিদ্যালয় থেকে লেদরা মোড় পর্যন্ত কয়েক কিলোমিট