কালিয়াগঞ্জ: গোগড়ায় নব নির্মিত অঙ্গনওয়ারী কেন্দ্রের উদ্বোধন
কালিয়াগঞ্জের বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের গোগড়া এলাকায় উদ্বোধন করাহল নব নির্মিত অঙ্গনওয়ারী কেন্দ্রের। জেলা সর্ব শিক্ষা মিশনের ১১ লক্ষ ৬৩ হাজার টাকায় নির্মিত এই অঙ্গনওয়ারী কেন্দ্রের শনিবার দুপুর আনুমানিক দুইটায় উদ্বোধন করেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার সহ অন্যরা।