মাদারিহাট: চিতাবাঘ ধরতে বৃহস্পতিবার বীরপাড়া থানার ডিমডিমা চা বাগানের খাঁচা পাতল বনদপ্তর
হাতির হানা লেগে রয়েছে। তার ওপর আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার ডিমডিমা চা বাগানের একাধিক জায়গায় মাঝে মাঝেই চিতাবাঘ হানা দিচ্ছে। বুধবার রাতে ডাউন লাইন এবং ভেলোয়া লাইনের দুই বাসিন্দার ছাগল নিয়ে যায় চিতাবাঘ। বৃহস্পতিবার এনিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা অভিযোগ করেন বারবার বলা সত্ত্বেও চিতাবাঘ ধরতে পদক্ষেপ করছে না বনদপ্তর। এরপর বিষয়টি এদিন ফের তাঁরা দলগাঁও রেঞ্জ অফিসে জানান। দলগাঁও রেঞ্জ কর্তৃপক্ষ জানিয়েছে অভিযোগ পেয়ে তদন্ত করে এদি