আরামবাগ: পরকীয়ার মোহে পরে ১৫ বছরের সংসারে ফাটল,স্বামী ও সন্তান রেখে বাড়ি ছাড়লেন আরামবাগের বধূ
পরকীয়ার মোহে পরে ১৫ বছরের সংসারে ফাটল,স্বামী ও সন্তান রেখে বাড়ি ছাড়লেন বধূ।স্বামী গাড়ি চালক।তাঁদের দুটি সন্তান রয়েছে।একমাস আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হরপালের এক ব্যক্তির সাথে পরকীয়া সম্পর্কে জড়ান বধূ।সেই ব্যক্তিও নাকি বিবাহিত।সংসারে ফাঁকি দিয়ে বধূ প্রায়ই তার প্রেমিকের সাথে দেখা করতে যেতো বলে দাবি পরিবারের।জানাজানি হতেই সংসারে অশান্তি শুরু হয়।স্বামী সহ পরিবার অনেক বোঝানোর চেষ্টা করলেও বধূ নাছোড়বান্দা।তিনি বাড়ি ছাড়েন।মায়ের কাছে গিয়ে থাকবেন বলে জানান বধূ।