সোনামুখী: ভাটপাড়ায় দুর্গাপূজার দশমীতে দেখা গেল এক অনন্য সামাজিক দৃষ্টান্ত,গ্রামবাসীর জন্য আয়োজিত ভুরিভোজ
মহাদশমী তে সোনামুখী থানার অন্তর্গত ভাটপড়ায় দেখা গেল এক অনন্য দৃশ্য।এই দিন চঞ্চল সরকারের বাড়িতে আয়োজিত হয় ভুঁড়ি ভোজ। প্রায় দুই হাজার থেকে মানুষ খেয়েছেন। দশমী তে এইরকম এক ভুরি ভোজের আয়োজন খুশি এলাকাবাসী।