শান্তিপুর: প্রায় ৮৭ লক্ষ টাকা ব্যয়ে শান্তিপুরে শুরু হচ্ছে শ্যামচাঁদ ঘাট ও শিবতলা ঘাটের সৌন্দর্যায়নের কাজ,জানালেন শান্তিপুরের MLA
Santipur, Nadia | Nov 17, 2025 প্রায় ৮৭ লক্ষ টাকা ব্যয়ে শান্তিপুরে শুরু হচ্ছে দুটি নদী স্নানঘাট—শ্যামচাঁদ ঘাট ও শিবতলা ঘাটের সৌন্দর্যায়নের কাজ। আগামী ১৫ই ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৯৭ দিনের মধ্যে শেষ হবে এই প্রকল্প। ধর্মীয় অনুষ্ঠান ও বিভিন্ন ক্রিয়াকর্মের জন্য ঘাট দু’টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় দীর্ঘদিন ধরেই এলাকার মানুষের দাবি ছিল আধুনিক ও নিরাপদ স্নানঘাট নির্মাণের। অভিযোগ, নদীতে স্নান করতে গিয়ে সমস্যায় পড়তে হতো স্থানীয় বাসিন্দাদের , তাদের দাবি মেনেই তৈরি হচ্ছে এই কাজ