আরামবাগ: কার্তিক পুজো দেখে ফেরার পথে যোধপুর এলাকায় ভয়াবহ দুর্ঘটনা,আহত 5 জন
কার্তিক পুজো দেখে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা,আহত 5 জন।ঘটনাটি ঘটে সোমবার গভীর রাতে আরামবাগের যোধপুর এলাকায়।জানা গেছে,তেলোভেলোর বাসিন্দা 5 জন মাধবপুরে কার্তিকপুজোর অনুষ্ঠানে গিয়েছিলেন।টোটোতে করে বাড়ি ফেরার পথে হটাৎ একটি বিড়াল চলে আসায় তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যায় টোটোর এবং রাস্তার পাশে থাকা একটি গাছে সজোরে ধাক্কা লাগে।ঘটনায় চালক সহ 5 জনেই গুরুতর আহত হয়।স্থানীয়দের সহযোগিতায় রাতেই তাঁদের আরামবাগ মেডিক্যালে ভর্তি করা হয়।বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তারা।