হাঁসখালি: ব্রীজের জমি শ্রেণি পরিবর্তন মোটা টাকা প্রশাসনিক ও নেতাদের পকেটে গেছে ।
কালনা টু শান্তিপুর ব্রিজের জমি শ্রেণি পরিবর্তন নিয়ে মুখ খুললেন রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার । তিনি বলেন জমিতে টাকা পাইয়ে দেয়ার নাম করে জমিগুলো কোথাও আউশ জমি আবার কোথাও আমন জমি নেই বললেই চলে। কিন্তু সমস্ত জমিই তাদের স্কাম্পের সঙ্গে যুক্ত হয়েছে অর্ধেকের বেশি টাকা প্রশাসনিক কর্তা ব্যক্তি ও দলীয় নেতাকর্মীদের তাদের পকেটে গেছে । কালনা টু শান্তিপুর ব্রিজের জমির চরিত্র বদল নিয়ে আজ বৈকাল পাঁচটা নাগাদ কি বলছেন রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার ।