হবিবপুর: ICAR–NINFET-এর উদ্যোগে কেন্দ্রপুকুরে প্রযুক্তিনির্ভর আদিবাসী কৃষক মেলা
বিরসা মুন্ডার ১৫০তম জন্মবর্ষ উদযাপন উপলক্ষে ICAR–NINFET, কলকাতার উদ্যোগে ১৪ ও ১৫ নভেম্বর হবিবপুরের কেন্দপুকুরে অনুষ্ঠিত হয় দুই দিনের মিনি ট্রাইবাল ফার্মার্স ফেয়ার। মেলায় অংশ নেন প্রায় ২০০-র বেশি আদিবাসী কৃষক।ICAR–NINFET-এর ড. নিলিমেশ মৃধা ও সৌরভ পাল প্রাকৃতিক তন্তু ও আধুনিক কৃষি–প্রযুক্তি নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে KVK, CISH Malda-র ড. শিবম ও ড. আনবো আনবো উন্নত চাষের কৌশল ও কৃষি প্রশিক্ষণ প্রদান করেন।