আলিপুরদুয়ার ২: চিলুর ঘাটে এস আই আর ফর্ম বন্টন হয়নি এখনো বিপাকে পড়েছেন নূতন বি এল ও
আলিপুরদুয়ার ২ ব্লকের ভাটিবাড়ী গ্রাম পঞ্চায়েতের কুমারগ্রাম বিধানসভার চিলুর ঘাট ২৭১ নম্বর বুথে নতুন বি এল ও কাজ শুরু করলেন রবিবার থেকে এমনটাই জানা গেছে তার সঙ্গে কথা বলে রবিবার বেলা তিনটা নাগাদ। ২৭১ নম্বর বিএল ও পারিবারিক বিবাদের জেরে গ্রেপ্তার হওয়ার পরেই বিপাকে পড়েছিলেন এলাকার ভোটাররা। রবিবার নতুন করে বিএল ও নিয়োগ হওয়ার পর কাজ শুরু করেছেন তবে কাজ করতে তার অনেকটাই অসুবিধা হচ্ছে জানা গেছে তার সঙ্গে কথা বলে। ওই বুথে ভোটার সংখ্যা ৭০০ কিন্তু এখনো এসআই