রাজগঞ্জ: আপার হিলা চাবাগানে চম্পাগুড়ি গ্রামপঞ্চায়েতের প্রধান রমেশ তিরকির বাড়ি শোবার খাটের নিচ থেকে একটি ১২ ফুটের কিংকোবরা উদ্ধার
আপার হিলা চাবাগানে চম্পাগুড়ি গ্রামপঞ্চায়েতের প্রধান রমেশ তিরকির বাড়ি শোবার খাটের নিচ থেকে একটি ১২ ফুটের কিংকোবরা সাপ উদ্ধার করে খুনিয়া রেঞ্জের বনকর্মিদের হাতে তুলে দিল সর্পপ্রেমী সৈয়দ নৈঈম বাবুন নামে এক যুবক। সাপটিকে বনকর্মিরা এদিন বিকেল চারটা নাগাদ গরুমারা জঙ্গলে ছেড়ে দিয়েছে। জানা গিয়েছে প্রধান রমেশ তিরকির মা গাঙ্গু তিরকি তিনি শোবার ঘরের মধ্যে মেঝেতে বসে খাবার খাচ্ছিলেন। সেই সময় বাড়ির টিনের বেড়ার ফুটো দিয়ে এক কিংকোবরা সাপ শোবার ঘরে ঢুকে যায়।