মাদারিহাট: দুর্ঘটনায় আহতকে ভর্তি না করিয়ে হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়ার পরই মৃত্যুতে বুধবার গাফিলতির অভিযোগ উঠল বীরপাড়া হাসপাতাল
মঙ্গলবার তেলিপাড়ায় ৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে গাড়ির ধাক্কায় মতিজা বেগম নামে ৪০ বছর বয়সী এক মহিলা আহত হন। তাঁকে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাকে ভর্তি করাননি চিকিৎসকরা বরং প্রাথমিক চিকিৎসা করিয়ে ছেড়ে দেওয়া হয়। ওই মহিলার বাড়ি তেলিপাড়াতেই। রাতেই তাঁর মৃত্যু হয় এতে ক্ষোভে ফেটে পড়েন তাঁর আত্মীয় পরিজনরা। তাঁরা বুধবার সকালবেলা মৃতদেহ নিয়ে বীরপাড়া হাসপাতালে যান। উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। মৃতার পরিজনরা অভিযোগ করেন