কৃষ্ণনগর ১: কৃষ্ণনগরশহরে ফের অশান্তির ছক বাঁধার অভিযোগ,পরিস্থিতি অস্বাভাবিক দেখে তৎপর পুলিশ,অভিযানচালিয়ে বাজেয়াপ্ত ৪০টি মোটরসাইকেল
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই জমায়েতের নেতৃত্বে ছিল সদ্য জামিনে ছাড়া পাওয়া জিৎ নামে এক যুবক। তার উপস্থিতিতেই শহরের সংবেদনশীল এলাকায় বাইক বাহিনীর দাপাদাপি চলছিল বলে অভিযোগ। সম্ভাব্য অশান্তি এড়াতে দ্রুত মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশবাহিনী।ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানা। কেন এবং কী উদ্দেশ্যে এই জমায়েত—তা জানতে জেরার জন্য কয়েকজনকে আটকও করা হয়েছে বলে সূত্রের খবর। পুলিশের কড়া নজরদারিতে আপাতত স্বাভাবিক রয়েছে পরিস্থিতি।