রানিনগর ২: ঝাওবেরিয়া বাজারে পথ দুর্ঘটনা আহত 3
ঘটনাস্থলে রাণীনগর থানার পুলিশ
আবারো ভয়াবহ পথ দুর্ঘটনা রানীনগরে। জানা গিয়েছে আজ সন্ধ্যায় দুই যুবক শেখপাড়া দিক থেকে মোটরসাইকেল চালিয়ে ঝাওবেরিয়া বাজারের পথে যাচ্ছিলেন, সে মতো অবস্থায় মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক সাইকেল চালককে সজরে ধাক্কা মারে ঘটনাস্থলে গুরুতর আহত হয়ে পড়েন তিনজন, স্থানীয় মানুষের তৎপরতায় উদ্ধার করে নিয়ে আসা হয় গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য,সেখানে সাইকেল চালক ও মোটরসাইকেল চালকের অবস্থার অবনতি ঘটলে, মোটরসাইকেল চালককে স্থানান্তর করা হয় মুর্শিদা