রাজনগর: ভাগাবাঁধে ফুটবলের জোয়ার! সুকুমার-রাজ স্মৃতি প্রতিযোগিতার ফাইনালে ট্রফি হাতে খেলোয়াড়দের উৎসব, উপস্থিত বিধায়ক অনুপ সাহা
খয়রাশোল ব্লকের ভাগাবাঁধ গ্রামে সুকুমার সোরেন ও রাজ মির্ধার স্মৃতিতে আয়োজিত দু’দিনের ফুটবল প্রতিযোগিতা রোববার শেষ হলো উত্তেজনাপূর্ণ পরিবেশে। দুই দিনের এই প্রতিযোগিতা ঘিরে এলাকায় তৈরি হয় উৎসবমুখর আবহ। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিভিন্ন গ্রামের ফুটবলপ্রেমীরা ভিড় জমান মাঠে। চূড়ান্ত পর্যায়ের খেলায় দুই দলের লড়াই জমে ওঠে। খেলা শেষে বিজয়ী ও বিজিত দল উভয় দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয়। উপস্থিত বিধায়ক অনুত সাহা।