রঘুনাথপুর ২: মৌতড় বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ে নব নির্বাচিত পুরুলিয়া জেলা তৃণমূলের ST সেলের জেলা সভাপতিকে সম্বোর্ধনা জানান হল
সম্প্রতি পুরুলিয়া জেলা তৃণমূলের ST সেলের নতুন জেলা সভাপতি নির্বাচিত হয়েছেন রঘুনাথপুর 2নম্বর ব্লকের নীলডি অঞ্চলের বাসিন্দা বাণেশ্বর হাঁসদা। সোমবার দুপুর 12টা নাগাদ সেই নব নির্বাচিত জেলা তৃণমূলের ST সেলের সভাপতিকে রঘুনাথপুর 2নম্বর ব্লকের মৌতড় বাসস্ট্যান্ডে অবস্হিত তৃণমূলের দলীয় কার্যালয়ে ফুলের মালা পরিয়ে ও ফুলের তোড়া দিয়ে সম্বোর্ধনা জানান তৃণমূলের নেতা নেত্রী ও কর্মীরা।উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী মীনু বাউরি সহ অন্যরা।