ফালাকাটা: পিএইচইর পরিষেবা শুরু না হওয়ায় সোমবার ক্ষোভ প্রকাশ করলেন ফালাকাটার দেওগাঁওয়ের বাসিন্দারা
ফালাকাটা ব্লকের দেওগাঁওয়ে পরিস্রুত পানীয় জল সরবরাহে দু'বছর আগে প্রকল্প তৈরির কাজ শুরু করেছিল জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। জলাধার তৈরির দীর্ঘদিন আগেই শেষ করা হলেও পানীয় জল সরবরাহ শুরু করা হয়নি। স্থানীয়দের অভিযোগ, কয়েকটি এলাকায় পাইপলাইন বসানো হলেও এখনও বেশিরভাগ এলাকায় জল পাইপ বসানো বাকি। ২০২৬ সালে বিধানসভা ভোটের আগে আদৌ পানীয় জল সরবরাহ করা শুরু হবে কিনা তা নিয়ে অনিশ্চিত এলাকার জনপ্রতিনিধিরাও। অথচ পূর্ব দেওগাঁওয়ে নির্মিত ওই জলাধার থেকে কমবেশি ২৫ হাজা