বহরমপুর: বেসরকারি হাসপাতালে চোখের চেকআপে এসে অসুস্থ এক মহিলা, চিকিৎসার জন্য আনা হয় বহরমপুরMMC&H-এ
বহরমপুরের একটি বেসরকারি হাসপাতালে চোখের চেকআপে এসে অসুস্থ এক মহিলা, ভগবানগোলায় বাড়ি নূর নেহার বিবি নামে ওই মহিলার, জানা গিয়েছে চোখের অপারেশনের পর চেকআপে এলে আজ সেখানেই অসুস্থ হয়ে পড়ে, এরপর তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সরাসরি বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য