ইটাহার: জাল ও বিপদ্দজনক ওষুধের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করতে ইটাহারে পদযাত্রা করল BCDA
জাল ও বিপদ্দজনক ওষুধের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করতে উদ্যোগী বেঙ্গল কেমিষ্টস্ অ্যান্ড ড্রাগিষ্টস্ অ্যাসোসিয়েশন। রবিবার সংস্থার সদস্যরা ইটাহারে পদযাত্রা করে সচেতন করলেন সাধারণ মানুষকে। সংস্থার দাবি, কিছু অসাধু ব্যবসায়ীদের মদতে সহজে সীমানা পার হয়ে পশ্চিমবঙ্গে ভেজাল ওষুধ ছড়িয়ে যাচ্ছে। সেই ওষুধ সাধারণ মানুষ তো দুরের কথা দোকানদাররাও চিহ্নিত করতে হিমসিম খাচ্ছেন। ফলে একদিকে অধিক ছাড়ের লোভে ক্রেতারা সেই ভেজাল ওষুধ কিনছেন।