আলিপুরদুয়ার ১: শিলিগুড়িতে ভারতীয় জনতা পার্টির শিলিগুড়ি বিভাগের বিশেষ সাংগঠনিক বৈঠকে যোগ দিলেন আলিপুরদুয়ার বিজেপির নেতারা
বৃহস্পতিবার শিলিগুড়িতে বিজেপির পক্ষ থেকে বিশেষ বৈঠকের আয়োজন আয়োজন করা হয়।এদিন শিলিগুড়ি বিভাগের বিশেষ সাংগঠনিক বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।বিজেপির এরাজ্যের সংগঠনের দায়িত্বে থাকা সুনীল বানসাল, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সহ অন্য নেতারা সামিল হন।ওই বৈঠক শেষ হয় সন্ধ্যা ছয়টা নাগাদ।বৈঠকে আলিপুরদুয়ারের জেলা বিজেপি সভাপতি মিঠু দাস, ফালাকাটার বিধায়ক দীপক বর্মণ সহ বিভিন্ন নেতারা সামিল হয়।