হরিশ্চন্দ্রপুর ১: কন্যা সন্তান হয় কি ফেলে দেওয়া হলো সদ্যোজাতকে! ভিঙ্গলের ধান খেতে দেহ উদ্ধার
ধানক্ষেত থেকে উদ্ধার হল সদ্যজাত একটি শিশু কন্যার মৃতদেহ।ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার ভিঙ্গল গ্রামে।ধান কাটতে এসে স্থানীয় কয়েকজন প্রথমে দেখতে পাই একটি ব্যাগ পড়ে রয়েছে ধানক্ষেতে।ব্যাগ খুলতেই নজরে আসে সদ্যজাত কন্যা শিশুর নিথর দেহ।প্রাথমিক অনুমান,জন্মের পর শিশুটিকে ব্যাগে ভরে ধানক্ষেতে ফেলে দেওয়া হয়েছে। কন্যা সন্তান হওয়ায় এইভাবে তাকে ফেলে দেওয়া হয়েছে বলে অনুমান স্থানীয়দের।দোষীদের শাস্তির দাবি স্থানীয়দের।