বর্ধমান ১: শহর বর্ধমানের জহুরী পট্টি এলাকায় অবস্থিত বহু প্রাচীন অন্নপূর্ণা মন্দিরে নবান্নের অনুষ্ঠানে যোগ দিতে উপস্থিত বিধায়ক
শহর বর্ধমানের জহুরী পট্টি এলাকায় অবস্থিত বহু প্রাচীন অন্নপূর্ণা মন্দিরে সোমবার বেলা বারোটায় নবান্নের অনুষ্ঠানে যোগ দিতে উপস্থিত হলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। জানা গেছে নতুন ধান উঠার পরই এই নবান্নের অনুষ্ঠান হয়ে থাকে যা সর্বমঙ্গলা মন্দিরে যেদিন নবান্নের অনুষ্ঠান হয় তারপরের দিন এই জহুরী পট্টির অন্নপূর্ণা মন্দিরে নবান্নের অনুষ্ঠান হয়ে থাকে। নবান্নের বিশেষ প্রসাদ ও রাতে ভক্তদের জন্য ভোগের ব্যবস্থা করা হয় বলে জানা গেছে।