হরিণঘাটা: হরিণঘাটা ব্লকের একাধিক জায়গায় খোলা হয়েছে বাংলার ভোট রক্ষা শিবির।
রাজ্যর শাসক দল তৃণমূল কংগ্রেসের উদ্দোগে প্রতিদিনের মতো আজ চলছে SIR ফর্ম পূরণের শিবির তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এই শিবিরের নাম দেওয়া হয়েছে বাংলার ভোট রক্ষা শিবির। নদীয়া জেলার হরিণঘাটা ব্লকের বিরহী বাজার ও মদিন দিয়া গ্ৰাম , নিমতলা বাজারে বাংলার ভোট রক্ষা শিবির আজ বৈকাল ৩ টে নাগাদ উঠে এলো এমনই ছবি ।