কালীগঞ্জ: পলাশীর উত্তর জানকিনগররে নদিয়া মুর্শিদাবাদ সীমান্ত এলাকায় প্রায় ২১ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করল পুলিশ
Kaliganj, Nadia | Nov 12, 2025 কালিগঞ্জ থানার পলাশী উত্তর জানকিনগর এলাকা থেকে ১২ নম্বর জাতীয় সড়কের নদিয়া মুর্শিদাবাদ সীমান্ত এলাকায় বুধবার মাদকদ্রব্য সহ দুজনকে গ্রেপ্তার করলো পলাশে মিরা ফাঁড়ি পুলিশ। মৃত শেফালী সরকার জলপাইগুড়ি জেলার অম্বিকানগর থানার বাসিন্দা এবং কালিগঞ্জ থানার মীরা হাজরাপোতার হায়দার আলী শেখ। দুজনের কাছ থেকে প্রায় ২১ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। উত্তরবঙ্গ থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল সেই সময় পুলিশের স্পেশাল বাহিনী একটি বাসে রেড করলে দুজনকে ধরে ফেলে।